Kbd5 Agro Ltd কম্পানির পরামর্শে ড্রাগন ফলের চাষ
ড্রাগন ফলের চাষে বিরাট সাফল্য
Kbd5 Agro কোম্পানির এমডি ড. রুস্তম আলীর পরামর্শে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের জনাব বোরহান উদ্দিন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ২৭.৫ শতাংশ জমিতে ১৪৮ টা খুঁটিতে ড্রাগন ফলের চারা রোপন করেন। দেড় বছরের মাথায় গত সেপ্টেম্বর মাসে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার ড্রাগন ফল ও ৬৫ হাজার টাকার চার বিক্রির মাধ্যমে মোট ২ লাখ ৪০ হাজার টাকা আয় করে বিরাট সাফল্য দেখিয়েছেন। এতে তার মোট খরচ হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। প্রথম বছরেই এ চাষে খরচের টাকার পুশিয়েও অতিরিক্ত ৬৫ হাজার টাকা লাভ হয়েছে। আগামী মৌসুমে এই জমি থেকেই ৬-৭ লাখ টাকার ড্রাগন ফল পাবেন বলে তিনি আশাবাদি। দেখুন, চাষি সাক্ষাতের ভিডিওটি।