বর্ণনা
জি-৯ কলা চাষ পদ্ধতি
উঁচু, বেলে দোঁয়াশ মাটি, পানি জমে না এবং পানি নিকাশের ব্যবস্থা আছে এমন জমি টিসুকালচার কলা চাষের জন্য উপযুক্ত। জমির পিএইচ- ৭-৭.৫ হলে ভাল হয়। জমিতে ৩-৪ টি চাষ দিলেই রোপনের জন্য জমি তৈরি হবে।
রোপনের জন্য চারা থেকে চারার দূরত্ব ৬ ফুট এবং সারি থেকে সারির দূরত্ব ৬ ফুট। এভাবে রোপন করলে এ একর জমিতে ১২১০ টি চারা রোপন করা যাবে, অর্থাৎ ৩৩ শতাংশের প্রতি বিঘায় প্রায় ৪০০টি চারা রোপন করা যাবে। অতি বৃষ্টি এবং অতি শীতের সময় চারা রোপন করা থেকে বিরত থাকতে হবে।
২ ফুট x ২ ফুট x ১.৫ ফুট আকারের গর্ত করে প্রতি গর্তে ১০ কেজি পঁচা বা শুকনা গোবর, (২৫০ গ্রাম নীম খৈল) ও ১০ গ্রাম ফুরাড়ান-5G মিশিয়ে পানি দিয়ে ভালভাবে ভিজিয়ে ৪-৫ দিন রেখে দিতে হবে। পরে এ গর্তে চারা রোপন করা যাবে। চারা বসানোর সময় ৫০ গ্রাম টিএসপি, ৫০ গ্রাম পটাশ সার গর্তের মাটিরসাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। রোপনের ২১ দিন পর প্রতি চারার গোড়ায় ২৫ গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এখানে প্রতি গাছে সার প্রয়োগের রুটিন ছকে দেওয়া গেল।
যত্ন:
- • সঠিক সময়ে পানি সেচ দিতে হবে, বর্ষায় অতিরিক্ত পানি জমি থেকে বের করে দিতে হবে।
- • আগাছামুক্ত রাখতে হবে এবং কলার পুরান পাতা পরিষ্কার করতে হবে।
- • কলার কাদি আসার পর বাঁশের খুঁটি দিয়ে ঠেস দিতে হবে।
- • সঠিক সময়ে পুরুষ ফুল (মোচা) কেটে ফেলতে হবে এবং কলার কাদি পলিথিন দিয়ে ঢাকতে হবে।
- • প্রয়োজনে সঠিক কীটনাশক বা ছত্রাকনাশক সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।
- • প্রয়োজনীয় পরামর্শের জন্য Kbd-5 Agro Ltd কম্পানির সাথে যোগাযোগ করতে হবে।